Wednesday, April 11, 2012

কন্যা

তুমি মা হতে পার
হতে পার প্রেয়সী বা প্রেমিকা ,
কন্যা হতে পারবে না তুমি কোনোদিন
জেনে রাখো অনাহূত ভ্রূণ বালিকা ।

তোমারি জঠরে জন্মাবে পৃথিবী
জন্ম হবে শতেক জন্মদাতার -
সেই জঠরেই ব্রাত্য তুমি রবে
নেই যে তোমার জন্মের অধিকার ।

বক্ষসুধার দাবি পুরুষের
মায়ের স্নেহ তোমার জন্য নয় ,
গর্ভগৃহে তোমার সঙ্গী শুধু
জন্মলাভের শতেক যোজন ভয় ।

হাজার ব্যাথা আর অপমান সয়ে
যদিও মেলে আলো দেখার পালা -
সারা জীবন সমাজ তোমায় দেবে
মেয়ে হয়ে জন্ম নেবার জ্বালা ।

লেখন হাতে রিক্ত কবি আমি
নিজের কাছে চাইনা দিতে ফাঁকি ,
অশ্রুরাগে রাঙা কলম নিয়ে
সাদা পাতায় ব্যাথার কাব্যি আঁকি ।