Thursday, August 12, 2010

কেমন আছ ভূস্বর্গ ?

কেমন আছ ভূস্বর্গ
শ্বেতশুভ্র মুকুট শিরে -
প্রেমিক যুগল আজও বসে
ডাল লেকের ওই শান্ত তীরে ?

প্রভাতকালে শিউলি শাখে
রিক্ত দোয়েল একাই দোলে ,
সুরের বাণী যায় হারিয়ে
রুট মাচেঁর কঠিন বোলে ।

বাতাস মাঝে আজ বুঝিবা
ফুলের সুবাস ভাসে না -
তার বদলে বারুদ যেন
হল সবার বড়্ই চেনা ।

বিধবা মা`র শুভ্র বসন
রা‍‍‍‌ঙল দেখো রক্ত রাগে -
ফিরবে ছেলে আশা মনে
অবুঝ মাতা রাত্রি জাগে ।

ভোরের আজান আর ভাসেনা
হারিয়ে গেলো সন্ধ্যারতি ,
জীবন তরী থমকে গেছে
পথিমধ্যে পূর্ণ যতি ।

তোমায় নিযে করছে খেলা
প্রতিবেশী আর শাসক দল ,
ভালো তোমায কেউ বাসেনা
সবই ওদের চতুর ছল ।

কবির হৃদয় সত্যি জানে
বিশ্বাস তার অটল,স্থির -
নতুন করে বাঁচবে তুমি
শুভ্র শীতল ও কাশ্মীর ।

জাগো কবি

জাগো কবি

অমানিশা ময় কৃষ্ণচরাচর
ধরেছে ফাটল মানবিক বিশ্বাসে-
বিষবাস্পে রিক্ত চারিদিক
কালনাগিনীর সুতীব্র নিশ্বাসে।

ভালোবাসা অকালে যাচ্ছে মরে
লায়লা আজ মজনুর কাছে নাই-
সাজুর লাগি আর লেখেনা গান
বেয়নেট মুখে ছন্দহারা রূপাই।

মানুষ মেরেই খুশি হচ্ছে সবে
রক্ত নিয়ে চলছে হোলিখেলা,
ফুলের রাজ্যে বিবর্ণ চিত্রকর
সেখানে শুধুই নরমুণ্ডের মেলা।

নীরব অসাড় কবির লেখন আজি
ছন্দরা সব বড়্ই বেমানান,
সাদা পাতায় অসীম শূন্যতা
নেইতো সেথায় নবজন্মের গান।

জাগো কবি,লেখন তোলো হাতে,
এগিয়ে চলো দৃপ্ত নির্ভয়-
গেয়ে ওঠো নতুন দিনের গান
অসির রাজ্যে জীবনের হবে জয়।

অবাক স্বাধীনতা

অবাক স্বাধীনতা

শুনরে সকল বাবুমশাই
তুদের করি গড়,
ছিতামনি মুর্মূ আমি
সাকিন লালগড়।

সিদো আমার বুকের মানিক
এক মাত্তর ছেলে,
বাপটা কুথায় হারায় গেলো
মুদের একা ফেলে।

বাবুই ঘাসের দড়ি বুনি
আর শালপাতার থালা-
লাল পিপঁড়ের ডিমে ভরাই
ভুখা প্যাটের জ্বালা।

দেখনু সেদিন সকালবেলা
আইলো রাজার সিপই-
বুলে,রাজায় তুরা বোম মারছিস
সাহস তো কম লয়।

বুননু উদের বাবুমশাই
আমার মুনের ব্যাথা-
ভুখা প্যাটে ভাত জুটেনা
বোমের পয়সা কুথা।

আইলো কতেক জুযান মরদ
কালো কাপড় মুখে-
মারল মুখে বুটের লাথি
পড়ল লাঠি কোঁখে।

এককানি এই পাতলা কাপড়
উটাও দিলো ছিরে-
পাঁচটা দানো খুবলে নিলো
উদোম শরীলটিরে।

সাঁঝের বেলা হুঁশ ফিরল
বড্ড বেদনা কোঁখে,
দেখি সিদো আমার তাকায় আছে
আগুন পারা চোখে।

বুললো মুরে যাবুই আমি
রাজা মশাই সনে-
বুলতে হবেক তুকে রাজা
মারলি মা`কে ক্যানে।

বুননু বাপ যাসনি উরে
যাসনি উদের কাছে,
ছিতামনি মুর্মূরা সব
এমনি ধারায় বাঁচে।

শুনলো না মুর মুখের কতা
ভোরের বেলায় গেলো,
ফিরলো না অর মানিক আমার
দিনযে কাবার হলো।

বুললো সবাই রাজার সিপই
মারছে গুলি উকে-
আগুন লাঠির রাঙা সিসে
বিঁধল সিদোর বুকে।

শুনলি শুদু আমার কতাই
বুননু তুদের কাছে,
লালগড়ে আজ সকল ঘরে
ছিতামনিরা আছে।

সবার শ্যাষে ল্যাংটা রাজা
জিগাই আমি তুরে,
গান্ধীবাবার স্বাধীন দ্যাশে
ক্যানে সিদো আমার মরে।

Monday, June 28, 2010

দিয়া

Sunday, June 27, 2010

বুলবুলি