Thursday, August 12, 2010

জাগো কবি

জাগো কবি

অমানিশা ময় কৃষ্ণচরাচর
ধরেছে ফাটল মানবিক বিশ্বাসে-
বিষবাস্পে রিক্ত চারিদিক
কালনাগিনীর সুতীব্র নিশ্বাসে।

ভালোবাসা অকালে যাচ্ছে মরে
লায়লা আজ মজনুর কাছে নাই-
সাজুর লাগি আর লেখেনা গান
বেয়নেট মুখে ছন্দহারা রূপাই।

মানুষ মেরেই খুশি হচ্ছে সবে
রক্ত নিয়ে চলছে হোলিখেলা,
ফুলের রাজ্যে বিবর্ণ চিত্রকর
সেখানে শুধুই নরমুণ্ডের মেলা।

নীরব অসাড় কবির লেখন আজি
ছন্দরা সব বড়্ই বেমানান,
সাদা পাতায় অসীম শূন্যতা
নেইতো সেথায় নবজন্মের গান।

জাগো কবি,লেখন তোলো হাতে,
এগিয়ে চলো দৃপ্ত নির্ভয়-
গেয়ে ওঠো নতুন দিনের গান
অসির রাজ্যে জীবনের হবে জয়।

No comments: