Thursday, August 12, 2010

কেমন আছ ভূস্বর্গ ?

কেমন আছ ভূস্বর্গ
শ্বেতশুভ্র মুকুট শিরে -
প্রেমিক যুগল আজও বসে
ডাল লেকের ওই শান্ত তীরে ?

প্রভাতকালে শিউলি শাখে
রিক্ত দোয়েল একাই দোলে ,
সুরের বাণী যায় হারিয়ে
রুট মাচেঁর কঠিন বোলে ।

বাতাস মাঝে আজ বুঝিবা
ফুলের সুবাস ভাসে না -
তার বদলে বারুদ যেন
হল সবার বড়্ই চেনা ।

বিধবা মা`র শুভ্র বসন
রা‍‍‍‌ঙল দেখো রক্ত রাগে -
ফিরবে ছেলে আশা মনে
অবুঝ মাতা রাত্রি জাগে ।

ভোরের আজান আর ভাসেনা
হারিয়ে গেলো সন্ধ্যারতি ,
জীবন তরী থমকে গেছে
পথিমধ্যে পূর্ণ যতি ।

তোমায় নিযে করছে খেলা
প্রতিবেশী আর শাসক দল ,
ভালো তোমায কেউ বাসেনা
সবই ওদের চতুর ছল ।

কবির হৃদয় সত্যি জানে
বিশ্বাস তার অটল,স্থির -
নতুন করে বাঁচবে তুমি
শুভ্র শীতল ও কাশ্মীর ।

No comments: