Saturday, March 24, 2012

উলঙ্গ রাজা

প্রথম রাতের সব কোলাহল শেষে
শান্ত এখন ব্যস্ত রাজার পাট ,
আঁধার তুলির আঁচড় বুকে নিয়ে
স্তব্ধ হল সব পেয়েছির হাট ।

ঘুম রাজ্যে স্বপন দেখে লোকে
হঠাৎ যেন একটু অন্যরব -
আলুথালু ছুটছে কারুর মা
ফুঁপিয়ে ওঠা কন্ঠে কান্নারব।

সাজানো এক রাজার সভা মাঝে
করুণ সুরে আর্তি অনাবৃতার ,
লজ্জা মায়ের আজ যে ভুলুন্ঠিত
ওগো রাজা,শুধু চাইছি বিচার তার ।

অবাক রাজা বিষম ক্রোধে কহে
রাজ্য আমার আজ মমতা ভূমি,
মিথ্যে বচন তোমার বেসাতি মাতঃ
কুচক্রীদের দাবার বোঁড়ে তুমি।

রাজার ভাষ্যে অমাত্যরা রাজ্য সভাঘরে
পুলকিত,সহস্র এক আমোদ খুঁজে পায়-
নগরনটীর তকমা গায়ে নিয়েও
রিক্তা নারী তার ইজ্জত ফিরে চায়।

হতাশ মায়ের অশ্রুভেজা চোখ
দাগ কেটে যায় কোটাল কন্যা মাঝে-
অসীম প্রয়াস ব্যথায় প্রলেপ দেয়
বীরপুঙ্গব নরপশুদের খুঁজে ।

সকল রাজ্যে ধন্য ধন্য রব
কোটাল কন্যা নামের জয়গান ,
ক্ষিপ্ত রাজা দারুন ক্রোধে কহে
চোপরাও সব। এ রাজার অপমান।

আজব রাজার বিচার সভার রায়
অপরাধীই কোটাল কন্যা শেষে,
রাজার নিদান শাস্তি মাথায় নিয়ে
কন্যা হল নির্বাসিত দ্বীপান্তরের দেশে।

দিনের শেষে তৃপ্ত দেশের রাজা
সভার মাঝে সোনার মুকুট মাথায়,
শুধু চারণ কবির একতারাটি বলে
রাজা তোর কাপড় গেলো কোথায় !

1 comment:

sumita said...

nari jodi purush hoto
r purush hoto nari
ulte jeto kaler bidhan
ja aaj pray mahamari....!!!